ডা. দেবি শেঠির হাসপাতালের বিনামূল্যে হেলথ ক্যাম্প
ভারতের এন এইচ নারায়না হেলথ সিটি বেঙ্গলোর থেকে ডা. সারথ দামুদার ও ডা. পার্থ প্রতীম বিষ্ণু বাংলাদেশী রোগীদের জন্য স্কিনিং ক্যাম্পে অংশ নেবে। তারা বিনামূল্যে ক্যান্সার ও নিউরোলজি রোগীদের চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দেবেন। নারায়না হেলথ সিটির বোনম্যারো ট্রান্সপ্লানটেশন বিভাগের প্রধান ডা. সারথ ১৮ এপ্রিল ও সার্জন নিউরোলজি ডা. পার্থ ১৯ এপ্রিল স্কিনিং ক্যাম্পে অংশ নেবেন। এটির আয়োজক নারায়না হেলথ ওভারসিজ অফিস। এতে অংশ নিতে নতুন ও পুরাতন রোগীদের পাসপোর্ট সাইজের ছবি ও মেডিকেল রিপোর্টসের ফটোকপি নিয়ে...
Posted Under : Health News
Viewed#: 21
See details.

